৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১১:১৯

‘সিম্বা’র বড় চমক ট্রেলারেই

বিয়ে-রিসেপশন নিয়ে হইচই এখনও কমেনি। এরমধ্যেই মুক্তি পেল রণবীর সিংয়ের ‘সিম্বা’ ছবির ট্রেলার। অ্যাকশনে ভরপুর ছবির ট্রেলারে। এতে রয়েছে ‘সিংহাম’ এর ছোঁয়া। তবে ‘সিংহম’ আর ‘সিম্বা’ যে এক নয়, তা ভালোই বুঝিয়েছেন রোহিত। ‘বাজিরাও মস্তানি’ ও ‘পদ্মাবত’-এর মতো চরিত্র-নির্ভর ছবির পর ‘সিম্বা’তে সম্পূর্ণ পরিবর্তীত রণবীরের দেখা মিলবে।

সিনেমার ভাষায় ‘মশলা মুভি’র আদর্শ উদাহরণ ‘সিম্বা’। দুর্নীতিগ্রস্ত এক পুলিশ অফিসারের ভূমিকার অভিনয় করছেন রণবীর। তবে দুর্নীতির পর্দা সরিয়ে কীভাবে ‘দুষ্টের দমন’ করবেন ‘সিম্বা’, তা নিয়েই অ্যাকশন-প্যাকড্ ছবি বানিয়েছেন রোহিত শেট্টি।

প্রকাশ :ডিসেম্বর ৫, ২০১৮ ৯:৪৫ পূর্বাহ্ণ