ইরানকে মোকাবেলা করতে যুক্তরাষ্ট্র নতুন করে পারস্য উপসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ।
বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জন সি স্টেইনিস ও তার সঙ্গে কয়েকটি যুদ্ধজাহাজ বর্তমানে ভারত মহাসগর পাড়ি দিচ্ছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর ওই কর্মকর্তারা। চলতি সপ্তাহের শেষে যুদ্ধজাহাজগুলো পারস্য উপসাগরে পৌঁছাবে।
আট মাস পর প্রথমবার যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়ে তাদের সামরিক উপস্থিতি বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে। গত দুই দশকের মধ্যে এটাই সবচেয়ে দীর্ঘসময় যখন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী যুদ্ধজাহাজ ছিল না।
মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরানি প্রভাবের সরাসরি জবাব দিতেই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এই যুদ্ধজাহাজে থাকা জঙ্গিবিমানগুলো ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে চলমান মার্কিন সামরিক জোটের অভিযানে অংশ নিতে পারে বলেও ধারণা করা হচ্ছে।