১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৮

ভারতে বিক্ষোভে গুলি, নিহত ৫

অনলাইন ডেস্ক:

ভারতের মধ্যপ্রদেশে বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হলেছে পাঁচ কৃষক। আহত হয়েছে তিনজন। পুলিস অবশ্য গুলি চালানোর কথা অস্বীকার করেছে। বেশ কয়েকদিন ধরেই মধ্যপ্রদেশে পেঁয়াজ, ডাল এবং দুধের দাম বৃদ্ধির দাবিতে পথে নেমেছেন কৃষকরা। তাদের আরো দাবি মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের মতো কৃষকদের ব্যাঙ্ক ঋণ মওকুব করতে হবে। এই রাজ্যগুলোও বিজেপি শাসিত।
মঙ্গলবার হঠাৎই বিক্ষোভ হিংসাত্মক রূপ নেয়। পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকেন বিক্ষোভকারীরা। যানবাহনে আগুন লাগানো হয়। দোকান লুঠ করে উত্তেজিত জনতা। বদনাওয়ারে বিক্ষোভরত কৃষকরা ১২ হাজার লিটারের একটু দুধের ট্যাঙ্ক লুঠ করে রাস্তায় ঢেলে দেয়। বেশ কয়েকটি ট্রাক লুঠের ঘটনাও সামনে আসে। রাজ্যে শাকসব্জি এবং দুধের স্বল্পতা নিয়েও সরব তারা। ‌
এরপরেই মন্দসৌর জেলায় বিক্ষোভরত কৃষকদের ওপর গুলি চালালে পাঁচজনের মৃত্যু এবং চারজন আহত হয়। তবে কে গুলি চালালো তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভুপেন্দ্র সিং বলেছেন, পুলিশ গুলি চালায়নি। পুলিশের আবার দাবি, পরিস্থিতি মোকাবিলায় সিআরপিএফ চাওয়া হয়। তারাই গুলি চালিয়েছে। ভুপেন্দ্র সিং আরো বলেন, বিক্ষোভরত কৃষকদের সঙ্গে অসামাজিক কাজকর্মে জড়িতরাও ঢুকে গিয়েছে। তারাই সহিংসতা ছড়াচ্ছে। পুলিশের উচিত কঠোর ব্যবস্থা নেয়া।

দৈনিক দেশজনতা/এন আর

 

 

 

প্রকাশ :জুন ৬, ২০১৭ ৮:৪৬ অপরাহ্ণ