২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৬

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করছেন প্রার্থীরা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আপিল করা শুরু করেছেন।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এ আবেদন করছেন তারা।

জানা গেছে, আজ থেকে আগামী বুধবার এ তিন দিন ইসিতে আপিল করা যাবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, নিজ নিজ রিটার্নিং অফিসারের কাছ থেকে বাতিল আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহ করে আপিল করতে হবে।

এ ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদের বৈধ ও অবৈধ উভয় সিদ্ধান্তের বিরুদ্ধেই আপিল করা যাবে।

তারা আরও জানান, এ তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন এসব বাদ হওয়া প্রার্থীর আপিল নিষ্পত্তি করবে।

৬-৮ ডিসেম্বর পর্যন্ত তিন দিন চলবে আপিল শুনানি।

আপিলে যদি মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে, সে ক্ষেত্রে প্রার্থীরা আদালতে আপিল করতে পারবেন বলে জানিয়েছেন ইসির উপসচিব আতিয়ার রহমান।

প্রসঙ্গত, রোববার যাচাই-বাছাই করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাদের মধ্যে সাবেক মন্ত্রী ও এমপিসহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী আছেন।

বাতিলের তালিকায় আছেন আওয়ামী লীগের কয়েকজন নেতাও।

বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে-দণ্ডপ্রাপ্ত দেখিয়ে তাদের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হলেও সরকারপন্থী অনেকের প্রার্থিতা বহাল আছে।

প্রকাশ :ডিসেম্বর ৩, ২০১৮ ২:৫০ অপরাহ্ণ