১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০৯

জিতলেই সেমিফাইনালে ইংল্যান্ড

 অনলাইন ডেস্ক:

স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফের সোফিয়া গার্ডেনে মুখোমুখি  কিউইরা বাঁচা-মরার লড়াইয়ে। হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় মোটামুটি নিশ্চিত হয়ে যাবে তাদের। তবে বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ জিতে দারুণ অবস্থানে আছে স্বাগতিক ইংলিশরা। আজ তারা জিতলেই নিশ্চিত হয়ে যাবে সেমিফাইনাল। কারণ ৪ পয়েন্ট হয়ে যাবে। ‘এ’ গ্রুপে অন্য একটি দলের ৪ কিংবা ৫ পয়েন্ট হওয়ার সুযোগ থাকলেও তৃতীয় আরেকটি দলের ৫ কিংবা ৪ পয়েন্ট হওয়ার সুযোগ নেই।

গত বিশ্বকাপে যাদের বিপক্ষে ফাইনাল খেলেছিল নিউজিল্যান্ড, এবার প্রথম ম্যাচেই পেয়েছিল সেই অস্ট্রেলিয়াকে।  কিন্তু বৃষ্টির কারণে শেষ পর্যন্ত আর খেলা হয়নি, পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট করে অর্জন করে উভয়দল। আর এতে করেই ‘এ’ গ্রুপের হিসেব-নিকেশে ওলট-পালট হয়ে গেছে। উভয় গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সেমিতে উঠবে। ‘এ’ গ্রুপ থেকে সুযোগটা আছে সব দলেরই , তবে আজ ইংলিশদের বিপক্ষে হারলেই বিদায় ঘণ্টা ধ্বনি শুনতে পাবে তারা। সেমিতে ওঠার জন্য সেক্ষেত্রে শুধু আশা থাকবে কোনভাবেই যাতে অস্ট্রেলিয়া কিংবা বাংলাদেশের পয়েন্ট ৩ এর বেশি না হয় এবং নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিতে হবে। সুতরাং আজ জিতলে অনেকখানি নির্ভার থাকবে তারা।

দৈনিক দেশজনতা/এন আর

 

 

প্রকাশ :জুন ৬, ২০১৭ ৮:২৪ অপরাহ্ণ