১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৪

হোটেল কক্ষ থেকে আলোকচিত্রী আনোয়ার হোসেনের লাশ উদ্ধার

ঢাকার একটি হোটেল থেকে খ্যাতিমান আলোকচিত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রগ্রাহক আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে।

রাজধানীর পান্থপথে হোটেল ওলিও’র একটি কক্ষে শনিবার সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

সম্প্রতি ফ্রান্স থেকে দেশে আসেন আনোয়ার হোসেন।

শেরেবাংলা থানার এএসআই তপন কুমার সরকার জানান, গত ২৮ নভেম্বর তিনি হোটেল হোটেল ওলিও’র ৮০৯ নম্বর কক্ষে উঠেন।

শনিবার সকালে হোটেল কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সুরতহাল শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

পুলিশের এই কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে খ্যাতিমান এই আলোকচিত্রী স্ট্রোক করে মারা গেছেন।

আনোয়ার হোসেন বাংলাদেশের আন্তর্জাতিকমানের একজন আলোকচিত্রী। তিনি ১৯৪৮ সালের ৬ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন।

১৯৬৭ খ্রিস্টাব্দে মাত্র দুই ডলার ( ৩০ টাকা) দিয়ে কেনা প্রথম ক্যামেরা দিয়ে তার আলোকচিত্রী জীবনের শুরু। পরবর্তীতে ২০ বছর আলোকচিত্রের মাধ্যমে বাংলাদেশকে আবিষ্কারের চেষ্টা করেছেন।

সূর্যদীঘল বাড়ি (১৯৭৯), এমিলের গোয়েন্দা বাহিনী (১৯৮০), পুরস্কার (১৯৮৩), অন্য জীবন (১৯৯৫) ও লালসালু (২০০১) সিনেমায় শ্রেষ্ট চিত্রগ্রাহক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন।

প্রকাশ :ডিসেম্বর ১, ২০১৮ ৩:১৭ অপরাহ্ণ