১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৫

সংসদে প্রতিনিধিত্ব চায় হিন্দু মহাজোট

জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, সিনিয়র সহসভাপতি ড. সোনালী দাস, ডা. মৃত্যুঞ্জয় রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ২০১৮ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৩৩০ দিনে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা লুটপাট, অগ্নিসংযোগসহ ১৭৯২টি নির্যাতনের ঘটনা ঘটেছে।

এর সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা জড়িত। অনেক ঘটনার সঙ্গে প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদও রয়েছে। এসব ঘটনায় ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে। ২ হাজার ৭৩৪ দশমিক ৮১ একর ভূমি জবরদখল হয়েছে।

হত্যার শিকার হয়েছে ৮৮ জন হিন্দু। বক্তারা বলেন, ২০০১ সালের নির্বাচন-পরবর্তী সময়ে ব্যাপকভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন হয়েছে। সেই নির্যাতনের বিচার তৎকালীন ক্ষমতাসীন দল করেনি।

বর্তমান ক্ষমতাসীন দল সেই ন্যক্কারজনক ঘটনা বিশ্বব্যাপী প্রচার করে রাজনৈতিকভাবে সুবিধা লাভ করেছে। নির্বাচনের সময়ও সেই ঘটনা প্রচার করে রাজনৈতিকভাবে সুবিধা লাভের চেষ্টা করছে। অথচ তারা ১০ বছর দেশ পরিচালনা করলেও ওই ঘটনার বিচার করেনি।

মহাজোটের সভাপতি ড. প্রভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে মানববন্ধনে সহসভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাস, ডিসি রায়, প্রভাস চন্দ্র মণ্ডল, বাদল দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশ :ডিসেম্বর ১, ২০১৮ ১০:১৬ পূর্বাহ্ণ