১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০১

বাহুবলি ২ এর রেকর্ড ভাঙ্গলো ‘বাধাই হো’

বলিউডের বক্স অফিসের চিত্র পাল্টাচ্ছে ধীরে ধীরে। একটা সময় ছিলো যখন বক্স অফিস থাকতো নামীদামী তারকাদের ছবির দখলে। তবে পরিবর্তনের হাওয়ায় রুচি বদলাচ্ছে সিনেমার দর্শকরাও,আর তার প্রমানই পাওয়া গেলো বলিউড বক্স অফিসে।

বলিউড তারকা আয়ুস্মান খুররানার বাধাই হো ছবিটি মুক্তি পেয়েছে গত ১৮ই নভেম্বর। মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি আয় করে নিয়েছে ৬৫কোটি রুপি। যা কিনা চলতি বছরের কোন ছবির প্রথম সপ্তাহের দ্বিতীয় সেরা আয়ের রেকর্ড।

ভাবা হয়েছিলো বলিউড সুপারস্টার আমির খানের থাগস অব হিন্দুস্তান মুক্তি পাওয়ার পর কিছুটা লাগাম পড়বে আয়ুস্মানের বাধাই হো ছবিটির,কিন্তু সে ধারনা মিথ্যে করে দিয়ে ছবিটি মুক্তির ষষ্ঠ সপ্তাহে এসে ভাঙ্গলো তামিলের রেকর্ড গড়া ছবি বাহুবলি ২ এর আয়ের রেকর্ড।

জানা যায় এস এস রাজমৌলি পরিচালিত বাহুবলি ২ ছবিটি ষষ্ট সপ্তাহে আয় করেছিলো ৩কোটি ৩৫ লাখ রুপি ,অন্যদিকে বাধাই হো ছবিটি ষষ্ঠ সপ্তাহের আয় ছিলো ৪ কোটি রুপি।

সব মিলিয়ে মুক্তির দেড় মাসে ছবিটির আয় ১৫০কোটি রুপি ছাড়িয়ে গেছে।

ভালো এবং ভিন্নধর্মী গল্পই দর্শকদের টানছে বলে মনে করছেন বলিউড বিশ্লেষকরা। অমিত শর্মা পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন আয়ুস্মান খুররানা,সানায়া মালহোত্রা,নীনা গুপ্তা, গুরেজ রাও সহ আরো অনেকে।

প্রকাশ :নভেম্বর ৩০, ২০১৮ ৩:২১ অপরাহ্ণ