কাঁধের ইনজুরিতে পড়ে ইমরুল কায়েসের ছিটকে পড়ার পরই অনেকটা নিশ্চিত হয়ে যায় ঢাকা টেস্টে অভিষেক হতে যাচ্ছে সাদমান ইসলামের। তারওপর ইনজুরির কারণে এই টেস্টেও যখন তামিম ইকবাল ফিরতে পারেননি তখন সাদমানের অভিষেকের বিষয়ে সব সন্দেহ-সংশয় দূর হয়ে যায়। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো, ঢাকা টেস্টে অভিষেক হলো আরও একজন তরুণ ক্রিকেটারের। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করে যাওয়া ওপেনার সাদমান ইসলামের।
ঢাকা টেস্টের জন্য প্রস্তুতি নিতে গিয়ে আঙ্গুলে ব্যাথা পেয়েছিলেন মুশফিকুর রহীম। বৃহস্পতিবার পর্যন্তও মুশফিক প্রত্যয়ী ছিলেন, তিনি ব্যাটিংও করতে পারবেন এবং সঙ্গে কিপিংটাও চালিয়ে যেতে পারবেন। কিন্তু তার অবস্থা ভালো না দেখেই হুট করে দলে ডেকে আনা হয়েছে লিটন কুমার দাসকে। মুশফিক যদি কিপিং করতে না পারেন, তাহলেই লিটনকে দলে অন্তর্ভূক্ত করার কথা।
শেষ পর্যন্ত সেটাই হলো, আঙ্গুলের ব্যাথার কারণে কিপিং করতে পারবেন না মুশফিক। যে কারণে তাকে দলে রাখা হলেও লিটন দাসকেও রাখতে হয়েছে একাদশে। সে জন্য কপাল পুড়েছে অবশ্য মোস্তাফিজুর রহমানের। অর্থ্যাৎ এই টেস্টে বাংলাদেশ খেলছে পুরোপুরি পেসার ছাড়াই। চারজন স্পিনার রয়েছেন দলে। সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ এবং নাঈম হাসান। লিটনের জন্য জায়গা ছাড়তে হয়েছে মোস্তাফিজকে।
পেসারের ঠেকা কাজটা চালাতে হয়তো অধিনায়ক সাকিব আল হাসান ব্যবহার করবেন সৌম্য সরকারকেই। মোটামুটি মিডিয়াম পেস বোলিং করতে পারেন সৌম্য। ব্যাটিংয়ে সৌম্য সরকারের সঙ্গে ইনিংসের ওপেন করবেন সাদমান ইসলাম। ওয়ান ডাউনে মুমিনুল হক।
বাংলাদেশ দল : সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং নাঈম হাসান।