২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৭

ঝড়ের দাপটে উল্টে গেল জলপ্রপাত!

ঝড়ের দাপটে অনেক কিছুই উল্টে যাওয়ার ঘটনা শোনা যায়। তবে জলপ্রপাত উল্টে যাওয়ার ঘটনা সত্যিই বিস্ময়কর। কিন্তু স্কটল্যান্ডে এমনই ঘটনা ঘটেছে। প্রবল ঝোড়ো হাওয়ার দাপটে দুটি জলপ্রপাতের পানি উল্টো দিকে বইতে দেখা গেছে। ঘটনাটি ঘটেছে আইল অফ মাল নামে একটি দ্বীপে।

জানা গেছে, সোমবার সেখানে ঝড়ের গতিবেগ এত বেশি ছিল যে বাতাসের ধাক্কায় দুটি জলপ্রপাতের পানি নিচের দিকে প্রবাহিত না হয়ে উল্টোদিকে বইতে থাকে। জলপ্রপাতের পানি নামার পর সাধারণত যে দৃশ্য দেখা যায়, ঝড়ের সময় সেই একই দৃশ্য দেখা যায় মাটি থেকে কয়েকশো ফুট ওপরে।

এই পুরো ঘটনাটি ক্যামেরায় ভিডিও করেন স্থানীয় বাসিন্দা রুবেন ও`কনেল। তিনি গণমাধ্যমকে জানান, ওই জলপ্রপাত দুটির অপর দিক থেকে তিনি অবাক হওয়ার মত এই দৃশ্য দেখতে পান।

‘আমার জীবনে এমন ঘটনা আর দেখিনি’ যোগ করেন তিনি।

প্রকাশ :নভেম্বর ২৯, ২০১৮ ১০:৫০ পূর্বাহ্ণ