২৬শে নভেম্বর, ২০২৪ ইং | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১১

রাজধানীতে ময়লার স্তুপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের সামনের ময়লার স্তুপে পলিথিনে মোড়ানো একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় ডাস্টবিনে সাদা পলিথিনের ভেতর একটি নবজাতককে পড়ে থাকতে দেখে ফুটপাতের হকারেরা। পরে সবার সহযোগিতায় নবজাতকটিকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান জানান, মৃত অবস্থায় নবজাতকটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে ওই নবজাতকের মরদেহ মর্গে রাখা হয়েছে।

প্রকাশ :নভেম্বর ২৭, ২০১৮ ৪:৩৮ অপরাহ্ণ