১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৭

এমপির পিএস এর বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর প্রতিবেদক:

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য মো: আবদুল্লাহ আল মামুন’র প্রতিনিধি এ্যাডভোকেট আনোয়ারুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলণ করেছে ভুক্তভোগি এক নারী। রোববার (০৪ জুন) দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি স্থানীয় পত্রিকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ষনের অভিযোগ করেন তিনি। ভুক্তভোগি নারী কমলনগর উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের বাসিন্দা। অভিযুক্ত আনোয়ারুল হক রামগতি উপজেলার চর আলগি ইউনিয়নের মৃত ছাবেদুল হকের ছেলে। তিনি স্থানীয় সংসদ সদস্য মো: আবদুল্লাহ আল মামুনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে শনিবার এ ঘটনায় বিচার চেয়ে জেলা আইনজীবি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগি নারী। সংবাদ সম্মেলনে তিনি লিখিত অভিযোগ করে বলেন, আমার স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিলো। বিগত ৭ বছর থেকে প্রবাসী স্বামী আমাকে তার ঘরে নিচ্ছিল না। বিষয়টি আমি সমাধানের জন্য এমপির প্রতিনিধিকে অবগত করি। সমাধানের আশ্বাসে আনোয়ার হক গত বছরের ২৯ মে তার লক্ষ্মীপুরের ভাড়া বাসায় ডেকে এনে জোর পূর্বক ধর্ষণ করে। পরে আমি আনোয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বললে সে আমাকে ২০ লক্ষ টাকা দেনমোহরে বিয়ের আশ্বাস দেন। এভাবে তিনি গত এক বছর থেকে বিয়ের প্রলোভনে দেখিয়ে আমার সঙ্গে একাধিকবার শারিরিক সর্ম্পক গড়ে তোলেন। একপর্যায়ে আনোয়ারুল হক আমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়, বর্তমানে বিয়ের কথা বললেই সে আমার সাথে দূর্ব্যাবহার করে এবং অকথ্য ভাষায় গালমন্দ করে তাড়িয়ে দেয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগী নারী।

এ বিষয়ে মতামত জানতে এ্যাড: আনোয়ারুল হকের মুঠো ফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ৬, ২০১৭ ৫:৩৫ অপরাহ্ণ