সম্প্রতি সাতপাকে বাঁধা পড়েছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। ইতালি থেকে বিয়ে সেরে বেঙ্গালুরুতে রিসিপশন অনুষ্ঠান করেন। এরপর বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।
রণবীর বলছেন, ‘পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটিকে আমি বিয়ে করেছি।’ আর এ কথা শুনেই হেসে ফেলেছেন দীপিকা।
দীপিকা-রণবীরের প্রথম রিসিপশন হয়েছে বেঙ্গালুরুর লীলা প্যালেসে। সেখানে গোলাপ দিয়ে সাজানো হয়েছিল তাদের বসার জায়গাটি। এবার এই জুটি মুম্বাইয়ের রিসিপশনের অপেক্ষায় আছেন।
এর আগে ইতালিতে হাতেগোনা ঘনিষ্ঠ ৩০ জন অতিথিকে নিয়ে গিয়েছিলেন দীপিকা-রণবীর। তবে এবার মুম্বাইয়ের পার্টিতে বলিউডের প্রায় সব তারকাই উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

