১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০২

বিকেলে ড. কামাল হোসেনের সংবাদ সম্মেলন

নির্বাচনী পরিবেশ ও অর্থনৈতিক পরিকল্পনা জানাতে আজ সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন। সংবাদ সম্মেলনে দেশের অর্থনৈতিক উন্নয়নে তার দলের পরিকল্পনা প্রকাশ করা হবে।

গণফোরামের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক জানান, বিকেল তিনটায় জাতীয় প্রেসক্লাবে গণফোরাম নেতা ড. রেজা কিবরিয়া দেশের অর্থনৈতিক উন্নয়নে দলের কিছু মৌলিক পরিকল্পনা তুলে ধরবেন। কীভাবে দেশের সব মানুষের জন্য সমান সুযোগ তৈরি করা যায় এবং বৈষম্য দূর করা যায়, রেজা কিবরিয়া সে সম্পর্কে কথা বলবেন।

গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং দলের পর্যবেক্ষণ তুলে ধরেন।

প্রকাশ :নভেম্বর ২৬, ২০১৮ ১২:৩৫ অপরাহ্ণ