চট্টগ্রামে টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৬৪ রানে হারিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য ২০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয়রা গুটিয়ে গেছে ১৩৯ রানে।
স্পিনারাই রাজত্ব করেছেন আজ চট্টগ্রামে। বাংলাদেশের জয়ের নায়ক তাঁরাই। তাইজুল ইসলাম ৩৩ রানে নিয়েছেন ৬ উইকেট। সাকিব আল হাসান আর মেহেদী হাসান মিরাজ দুজনই নিয়েছেন ২টি করে উইকেট।
তৃতীয় দিন সকালে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১২৫ রানেই। মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ৩১ রান।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

