১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৪

১৪ দল ইসিতে যাচ্ছে আজ

দেশে যখনই নির্বাচন আসে, তখনই একটি অপশক্তি সংখ্যালঘুদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করে। অনেক সময় আঘাত করার চেষ্টাও করে। তাই নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আজ শুক্রবার নির্বাচন কমিশন অফিসে যাচ্ছে ১৪ দল।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে ক্ষমতাসীন জোটের ১০ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে চিঠি দিয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানাবে।

একই সঙ্গে ১৪ দল নির্বাচন সামনে রেখে বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবে হবে জানা গেছে।

প্রকাশ :নভেম্বর ২৩, ২০১৮ ১১:২০ পূর্বাহ্ণ