ইন্দোনেশিয়ার ন্যাশনাল পার্কে মিলল এই তিমির খোঁজ। সমুদ্র তীরে ভেসে ওঠে তিমির দেহ। পেটে মিলেছে ৬ কেজি মত প্লাস্টিক। পাওয়া গেছে মোট ১১৫টি প্লাস্টিক কাপ, ৪টি প্লাস্টিক বোতল, ২৫টি প্লাস্টিক ব্যাগ ও দুটি চটি!
৩১ ফুটের এই তিমিটির খোঁজ মেলে কাপোটা দ্বীপের ওয়াকাটোবি ন্যাশনাল পার্কের কাছে। এভাবে তিমির মৃত্যুতে ক্ষোভ বেড়েছে পরিবেশবিদের মধ্যে।
যদিও প্লাস্টিক গিলেই মৃত্যু হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত করা হয়নি, তবে যেভাবে প্লাস্টিকের দাপটে বিপদে বাড়ছে বিশ্বজুড়ে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
প্রতিনিয়ত জলাশয়ে প্লাস্টিক ভাসানো হচ্ছে। যা ভীষণভাবেই বিপজ্জনক, দাবি পরিবেশবিদের।এর ফলেই ভয়ানক ক্ষতি হচ্ছে জলজ প্রাণি ও উদ্ভিদের। এর ছাপ পড়ছে মানুষ্য জীবনেও। মৃত তিমির পেট থেকে উদ্ধার হওয়া প্লাস্টিক তাই ভয়ঙ্কর বার্তা বহন করছে বলেই বলছেন তারা।
২০১৫-র বেশ কিছু রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যে সমুদ্রে ভাসা প্লাস্টিকের প্রায় ৬০ শতাংশই আসছে চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড থেকে। এখনই সাবধান না হলে পরিস্থিতি যে আরও ভয়াল হতে পারে, মৃত তিমি সেই বার্তাই দিচ্ছে।