১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৯

‘মাঝে মধ্যে জয়ের সঙ্গে আমিও পড়তে বসে যাই’

বাবা হিসেবে সন্তানের সব দায়িত্ব পালন করছেন ঢালিউডের নাম্বারওয়ানখ্যাত চিত্রনায়ক শাকিব খান।

ছেলে আব্রাম খান জয়কে স্কুলে ভর্তি করে ভীষণ খুশি তিনি। আনন্দে আত্মহারা আব্রামের মা চিত্রনায়িকা অপু বিশ্বাসও।

আব্রামের স্কুলে ভর্তি নিয়ে কিছুটা শংকিত ছিলেন শাকিব ও অপু। বয়স কম বলে স্কুলে ভর্তি করা যায়নি তখন।

১২ নভেম্বর রাজধানীর বারিধারায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (এআইএসডি) স্কুলে আব্রামকে ভর্তির জন্য গিয়েছিলেন শাকিব ও অপু।

পরে স্কুল কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী আব্রামকে গত মঙ্গলবার বসুন্ধরার ইন্টারন্যাশনাল স্কুলে (আইএসডি) স্কুলের প্লে-গ্রুপে ভর্তি করেন শাকিব খান ও অপু বিশ্বাস।

সেদিনই প্রথম ক্লাসও করে তিন বছরের আব্রাম জয়।

ছেলের স্কুল যাওয়া নিয়ে উচ্ছ্বসিত বুধবার জয়ের স্কুলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অপু বিশ্বাস জয়ের উদ্দেশ্যে বলেন, ‘আমি চাই তোমার স্কুলের প্রথম দিন আনন্দময় হোক। তুমি শুধু সুশিক্ষাই নেবে না অনেক সুন্দর শিশুদের সাথে মিশবে, তাদের সঙ্গে তোমার স্মরণীয় সময় কাটবে। তোমার জন্য গর্বিত।’

ছেলের স্কুলে যাওয়া নিয়ে শাকিব খান জানান, আব্রাম খুব দুষ্টু। কিন্তু পড়া লেখায় ওর আগ্রহ রয়েছে। তাই তো মাঝে মাঝে ওর সঙ্গে আমিও পড়তে বসে যাই।’

আব্রামের সুন্দর ভবিষ্যত গড়ে তোলার জন্য সব ধরনের চেষ্টা করবেন বলে জানান শাকিব খান।

আজ (বৃহস্পতিবার) থেকে নিয়মিত স্কুলে যাওয়া শুরু করেছে আব্রাহাম খান জয়।

প্রকাশ :নভেম্বর ২২, ২০১৮ ৩:৪৩ অপরাহ্ণ