ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ওভারেই সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। তবে এরপর ওপেনার ইমরুল কায়েসের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে দাপুটে একটা সূচনা এনে দিয়েছেন মুমিনুল হক। ইতোমধ্যেই হাফসেঞ্চুরি পূর্ণ হয়েছে।
তবে দলীয় শত রান পূর্ণ হওয়ার পরপরই আউট হয়ে যান ইমরুল কায়েস। সাজঘরে ফেরার আগে তিনি করেন ৩০ রান। এরপরই মধ্যাহ্ন বিরতি ঘোষণা করা হয়। লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ১০৫ রান। তাই লাঞ্চের আগ মুহূর্তে ইমরুলের বিদায়টাই আঁফসোস থাকল বাংলাদেশের জন্য।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। সকাল সাড়ে ৯টায় ম্যাচটি ম্যাচটি শুরু হয়েছে। প্রায় এক বছর পর টেস্টে ফিরেন সৌম্য। কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচে ডাক মেরেই বিদায় নেন তিনি।
চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছে অফ স্পিনার নাঈম হাসানের। দলে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে চোটের কারণে দলে ছিলেন না টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।