১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৫

সিং এসে মুছে দিল কাপুরের ট্যাটু

চোখেমুখে খুশি উপচে পড়ছে সদ্য বিবাহিত দীপিকা পাড়ুকোনের। মেহেদি, সিঁদুর দান, মঙ্গলসূত্র পরানো, মালাবদলসহ বিয়ের সব আচার অনুষ্ঠানের ছবিতে ধরা পড়েছে পৃথিবীর সবচেয়ে সুখী নারীর মধ্যে তিনি অন্যতম। রণবীর সিংকে পাশে পেয়ে খুবই খুশি এই বলিউড সুন্দরী, তা প্রতিটি মুহূর্ত বলে দিচ্ছে। বিয়ের পর সব সময় দেখা গেছে স্বামী রণবীর সিংয়ের হাত শক্ত করে ধরে আছেন দীপিকা। আর মুখে তাঁর প্রশস্ত এক হাসি। তাই সাবেক প্রেমের কোনো নিশানাই রাখতে চান না বলিউডের ‘পদ্মাবতী’। সবকিছু ভুলে নতুন জীবনের দিকে পা বাড়িয়েছেন দীপিকা।

একসময় দীপিকা পাড়ুকোন আর রণবীর কাপুরের প্রেমের কথা সারা বিটাউনে উড়ে বেড়াত। এই বলিউড সুন্দরী রণবীরের প্রেমে হাবুডুবু খেয়েছেন। দীপিকা প্রকৃতই ভালোবেসে ছিলেন এই বলিউড তারকাকে। তাই নিজের শরীরে তাঁর ভালোবাসার নাম লিখেছিলেন। সারা দুনিয়াকে দীপিকা বলতে চেয়েছিলেন রণবীরকে তিনি কতটা ভালোবাসেন। দীপিকা তাঁর ঘাড়ে রণবীর কাপুরের নামে এক ট্যাটু বানিয়েছিলেন।


রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

কিন্তু তাঁদের সম্পর্ক বেশি দিন টেকেনি। শোনা গিয়েছিল, রণবীরের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানসিক অবসাদে ভুগছিলেন দীপিকা। সম্পর্ক ভেঙে গেলেও এই বলিউড সুন্দরীর ঘাড়ে সেই ট্যাটু কিন্তু বহুদিন ছিল। এমনকি রণবীর সিংয়ের সঙ্গে জোরদার প্রেম চলার সময়ও সেই ট্যাটু মুছে ফেলেননি দীপিকা। এই বলিউড সুন্দরী তাঁর এই ট্যাটুর জন্য আলোচিত হয়েছেন। কিন্তু দীপিকার ঘাড় থেকে তাঁর সাবেক প্রেমিক রণবীর কাপুরের নামের ট্যাটু এখন গায়েব। বিয়ের পর তাঁর নতুন ছবিতে ‘আরকে’ লেখা ট্যাটু দেখা যাচ্ছে না।

মনে হচ্ছে, দীপিকা তাঁর সাবেক প্রেমকে পুরোপুরি ভুলতে চান। সাবেক প্রেমিকের কোনো চিহ্নই তিনি আর রাখতে চান না। সম্প্রতি এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে দীপিকা তাঁর শরীরে এক নতুন ট্যাটু লেখার ইচ্ছা প্রকাশ করেছেন। আর সেই ট্যাটু যে তিনি স্বামী রণবীর সিংয়ের নামে লিখবেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

প্রকাশ :নভেম্বর ২২, ২০১৮ ১০:১৪ পূর্বাহ্ণ