২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৭

মনোনয়নপ্রত্যাশী ৫ নেতা আটক জানিয়ে ইসিতে বিএনপির চিঠি

বিএনপির মনোনয়নপ্রত্যাশী পাঁচ নেতা পুলিশের অভিযানে আটক হয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি। আটকদের পরিচয় একটি চিঠিতে বাহকের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠিয়েছে দলটি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এই চিঠিতে আটক নেতা-কর্মীদের অবিলম্বে ছেড়ে দেয়ার ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিএনপির চিঠি অনুযায়ী, আটক পাঁচ নেতা হলেন ইব্রাহীম হোসেন (বাগেরহাট-৪), আনিসুজ্জামান খান (গাইবান্ধা-২), আনোয়ারুল হক (নেত্রকোনা-২), শেখ রবিউল আলম (ঢাকা-১০) ও আবু বক্কর (যশোর-৬)।

দলটির তরফে আগে জানানো হয়েছিল, ৮ নভেম্বর তফসিল ঘোষণার পর একাধিক মামলায় দলটির ৫২৯ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। যাদের অনেকেই মনোনয়নপ্রত্যাশী।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে আটক নেতাকর্মীদের তালিকা সরবরাহ করার অনুরোধ জানান।

এরপর বিএনপি আটক নেতাকর্মীদের একটি তালিকা ইসিতে জমা দেয়। তারই ধারাবাহিকতায় আজ বিএনপির পক্ষ থেকে মনোনয়নপ্রত্যাশী আটক পাঁচ নেতার পরিচয় জানিয়ে ইসিতে চিঠি দেয়া হলো।

চিঠিতে ফখরুল বলেন, গায়েবি মামলায় গ্রেফতার হওয়া বিএনপির নেতাকর্মীদের নামের তালিকা এর আগে দুবার ইসিতে পাঠানো হয়েছে। কিন্তু ইসি এখনো এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।

তিনি বলেন, বরং পুলিশ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। আটকের পর তাদের আদালতে হাজির করা হচ্ছে। কাউকে আবার আটকের পর গুম করে রেখেছে।

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অবিলম্বে বন্ধের ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব।

তিনি বলেছেন, বাড়িতে গিয়ে, রাস্তায় চলাচলরত অবস্থায় এবং ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিয়ে নেতা-কর্মীদের আটক করা হচ্ছে।

ফখরুল বলেন, তফসিল ঘোষণার পর আটক নেতাদের তালিকা ইসিতে দুবার সরবরাহ করা সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এ অবস্থায় ইসি আদৌ সুষ্ঠু নির্বাচন করতে পারবে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

প্রকাশ :নভেম্বর ২১, ২০১৮ ৩:০৮ অপরাহ্ণ