১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৫

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ হচ্ছে আজ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ হচ্ছে আজ বুধবার। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ময়মনসিংহের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়।

আজ ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং বিএনপির সাংগঠনিক বিভাগ ফরিদপুরের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার গ্রহণ পর্ব শেষ হবে। এর আগে গতকালও দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারে যথারীতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে স্কাইপে নয়, বিকল্প মাধ্যমে তিনি ভিডিও কনফারেন্সে সাক্ষাৎকার নেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎকার দিতে আসা মনোনয়ন প্রত্যাশীরা এসব কথা বলেন।

সাক্ষাৎকার নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর রায়সহ মনোনয়ন বোডের্র সদস্যরা।

প্রকাশ :নভেম্বর ২১, ২০১৮ ১২:৫২ অপরাহ্ণ