১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৫

শ্বশুর বাড়িতে রণবীর (ভিডিও)

নতুন বরকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি বেঙ্গালুরে গেছেন দীপিকা পাড়ুকোন। বুধবার দ্য লীলা প্যালেসে দীপিকার পরিবারের পক্ষ থেকে রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করা রয়েছে।

এর আগে ইতালির লেক কোমোর ভিল দ্য বালবিয়ানেলে গত বুধবার কনকানি রীতি মেনে বিয়ে হয় রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের। পরদিন বৃহস্পতিবার সিন্ধি রীতিতে বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় এই তারকা জুটি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার দিনে ছিল দীপবীরের মেহেদি অনুষ্ঠান, রাতে আংটিবদল। গত রোববার সকালে ইতালির মিলান থেকে মুম্বাই ফিরেছেন নবদম্পতি রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন। ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বামীর সঙ্গে বলিউডের ‘পদ্মাবতী’ সরাসরি চলে যান শ্বশুরবাড়িতে।

ভিডিওতে দেখা যাচ্ছে, দীপিকা পরেছেন সাদা আনারকলি, গলায় মঙ্গলসূত্র আর হাতে চূড়া। রণবীর সিংকেও আজ দারুণ লেগেছে। তিনি পরেছেন সাদা শেরওয়ানির ওপর জ্যাকেট। বিমানবন্দরে তাদের বেশ খোশমেজাজে দেখা যায়। বিমানবন্দরে ছিল উৎসুক জনতার ভিড়। বণবীর হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান।

প্রকাশ :নভেম্বর ২১, ২০১৮ ৯:৪২ পূর্বাহ্ণ