বলিউডে নানা পাটেকারের বিরুদ্ধে তনুশ্রীর যৌন হয়রানির অভিযোগের পর আরও একাধিক অভিনেত্রী বিষয়টি নিয়ে মুখ খোলেন। তারা হয় অভিনেতা, না হয় পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন।
এবার ‘মি-টু’ নিয়ে মুখ খুলেছেন প্রীতি জিনতা। তবে তিনি কখনও হেনস্তার শিকার হননি। তার ভাষ্য, সুযোগ দিলে মানুষ সুযোগ নেবে।
বলিউডে ক্যারিয়ার গড়তে এসে নিজে যৌন হয়রানির শিকার হননি বলে জানান প্রীতি। তিনি বলেন, আমার এ ধরনের কোনো অভিজ্ঞতা নেই। আর একটি কথা সত্যি যে, মানুষ তোমার সঙ্গে সেভাবে ব্যবহার করবে, যেমনটি তুমি তাকে সুযোগ দেবে।
প্রীতি জিনতা আরও বলেন, এটি সত্যি যে অনেক ক্ষেত্রে নারী ও পুরুষ তাদের ক্ষমতার অপব্যবহার করেন। অনেক নারী ‘মি-টু’ বিষয়টিকে নিজেদের প্রচারণায় ব্যবহার করছেন। আবার সত্যিই এমন ঘটনার শিকার হয়েছেন অনেক নারী।
যৌন হয়রানি শুধু বলিউডে নয়, সব জায়গাতেই আছে বলে মনে করেন প্রীতি। তিনি বলেন, ‘মি-টু’ বিষয়টি শুধু বলিউডেই নয়, সর্বক্ষেত্রেই রয়েছে। তার জন্য গোটা বলিউড ইন্ডাস্ট্রিকে খারাপ বলা অন্যায়। কারণ এখানে অনেক ভালো লোকও রয়েছেন।