সিলেটের কোম্পানীগঞ্জে পাথর তুলতে গিয়ে ধলাই নদীতে ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম সাগর মিয়া (২০)। সে উপজেলার ডলারপাড়ের মৃত লাল চানের ছেলে।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, পাথর উত্তোলনের জন্য নদীতে ডুব দিয়ে আর উঠেনি সাগর মিয়া। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

