২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৫৮

অল্পের জন্য প্রাণে বাঁচল নিউজিল্যান্ডের ক্রিকেট দল

বিশ্ব ক্রীড়াঙ্গনে দুর্ঘটনার শিকার হয়ে পুরো দলের সবার নিহত হওয়ার ঘটনা খুব বেশি নতুন নয়। বৈরি আবহাওয়া বা নেহায়েত কপাল দোষেই বিমান বা বাস দুর্ঘটনার শিকার হয়ে একসাথে মারা যান পুরো দলের সবাই। এ তালিকায় যোগ হতে পারত নিউজিল্যান্ডের ক্রিকেট দল ওটাগো ভোল্টের নাম।

তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন পুরো দলের সবাই। নিজেদের ম্যাচ শেষে ক্লাবে ফেরার পথে বজ্রপাতের শিকার হয়েছিল ওটাগো ভোল্টের খেলোয়াড় বহনকারী বিমান। এসময় বিমানটি কেঁপে উঠলেও কোনোরকম খারাপ কিছু ঘটেনি।

বিমানে ওটাগো অধিনায়ক ঘটনাটিকে ‘কুৎসিত’ হিসেবে আখ্যায়িত করেছেন। এয়ার নিউজিল্যান্ডের মুখপাত্র হ্যানাহ সেয়ার্ল অবশ্য এটিকে স্বাভাবিক ঘটনা হিসেবেই উল্লেখ করেন। তিনি বলেন, ‘বিমানে বজ্রপাতের আঘাত নতুন কিছু নয়। এসবের কথা মাথায় রেখেই এয়ারক্রাফটগুলো প্রস্তুত করা হয়।’

ওটাগো দলের অধিনায়ক জ্যাকব ডাফি বলেন, ‘আমাদের এই ফ্লাইটটা রোমহর্ষক ছিলো। ডানেডিন আসা পর্যন্ত খুব একটা স্বস্তি ছিল না আমাদের।’

দলের কোচ রব ওয়াল্টার ঘটনার আকস্মিকতায় তিনি বুঝতেই পারেননি আসলে তখন কি হয়েছিল। তবে বুঝতে পেরেছিলেন কিছু একটার আঘাতে কেঁপে উঠেছে তাদের বিমান। তিনি বলেন, ‘ঘটনা এতো দ্রুতই ঘটলো যে আমরাও আসলে বুঝার মতো সময়টাও পাইনি। তবে টের পেয়েছিলাম যে হঠাৎ কেঁপে উঠল। বিমান তখন খুবই ভয়ানক এক জায়গায় ছিল।’

দুর্ঘটনায় পতিত হওয়ার আগে ক্রাইস্টচার্চের হাগলি ওভালে ক্যান্টাবুরি ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছিল ওটাগো ভোল্টস। আগামী শনিবার অকল্যান্ড এসেসের বিপক্ষে খেলবে দলটি।

প্রকাশ :নভেম্বর ১৯, ২০১৮ ৪:২৫ অপরাহ্ণ