১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৫

শুটিংয়ের সময় আহত সালমান

‘ভারত’ সিনেমার শুটিংয়ের সময় আহত হয়েছেন সালমান খান। পাঞ্জাবে চলছিল ‘ভারত’ ছবির শুটিং।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ‘ভারত’ ছবির শুটিং চলাকালে একটি স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় আহত সালমানকে ইতিমধ্যে মুম্বাইয়ে নিয়ে আসা হয়েছে। তবে তিনি কতটা আঘাত পেয়েছেন তা এখনও স্পষ্ট নয়। আপাতত বন্ধ রয়েছে ছবির শুটিং।

প্রসঙ্গত ‘ভারত’ ছবির শুটিং শুরু হয় মাস তিনেক আগে। সিনেমাটি থেকে প্রিয়াংকা চোপড়া সরে যাওয়ার পর ক্যাটরিনা কাইফকে সেই জায়গায় নেয়া হয়েছে।

ছবিটিতে আরও দেখা যাবে জ্যাকি শ্রফ, টাবু, নোরা ফতেহি, বরুণ ধাওয়ানকেও। ছবির পরের শিডিউলের শুটিং হবে ইউরোপের মাল্টায়। ২০১৯-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে এ ছবিটির।

প্রকাশ :নভেম্বর ১৮, ২০১৮ ৩:৫৯ অপরাহ্ণ