জ্বালানি তেলের মূ্ল্যবৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ করে ফ্রান্সজুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ। এ বিক্ষোভ কর্মসূচি চলাকালে দুর্ঘটনায় এক বিক্ষোভকারী নিহত হয়েছেন।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্তোফ কাস্তানেখ জানান, স্থানীয় সময় শনিবার দেশটির দুই সহস্রাধিক স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান হাজার হাজার মানুষ। এ সময় এক বিক্ষোভকারী একটি গাড়ির ধাক্কায় নিহত হন।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় স্যাভোয়ায় এক গাড়িচালক যখন দেখেন বিক্ষোভকারীরা সড়ক বন্ধ করে দিচ্ছেন, তখন আতঙ্কিত হয়ে তিনি দ্রুত গাড়ি চালিয়ে বের হয়ে যাওয়া চেষ্টা করেন।
এ সময় তার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে এক নারী বিক্ষোভকারী নিহত হন। ওই নারী গাড়িচালক তার মেয়েকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনার পর তাকে গ্রেফতার করে পুলিশ।
সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জ্বালানি কর বৃদ্ধি করেছেন। এ নিয়ে ক্ষুব্ধ নাগরিকরা তৃণমূলপর্যায়ে জ্বালানির বাড়তি মূল্যবিরোধী আন্দোলন ‘ইয়োলো ভেস্ট’ শুরু করেছেন। হলুদ জ্যাকেট পরে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করার চেষ্টা করেন এবং জ্বালানি ডিপোগুলোতে প্রবেশে বাধা দেন।
আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে কার্যত মহাসড়ক অচল করে দেন। এর মধ্যে গাড়িচাপায় এক আন্দোলনকারী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
জানা গেছে, গত এক বছরে ফ্রান্সে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানো হয়েছে। দেশটির বেশিরভাগ গাড়িতে ডিজেল ব্যবহার করা হয়ে থাকে। গত এক দশকের মধ্যে বর্তমানে দেশটিতে তেলের দাম সবচেয়ে বেশি।
বিশ্ববাজারে তেলের দাম কমলেও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার ‘পরিষ্কার গাড়ি ও জ্বালানি’ প্রচারাভিযানের অংশ হিসেবে তেলের ওপর হাইড্রোকার্বন ট্যাক্স বাড়িয়েছে। শনিবার ফ্রান্সের প্রায় দুই হাজার স্থানে হলুদ জ্যাকেট পরিহিত প্রায় এক লাখ ২০ হাজার বিক্ষোভকারী সড়ক অবরোধ করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ম্যাক্রোঁ গরিব মানুষের জন্য বিপদ ডেকে আনছেন।