২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৫৮

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ, বিজয় সুনিশ্চিত: নাসিম

১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বন্টন নিয়ে মহাজোটে কোনো টানাপোড়েন নেই।ভালো-যোগ্য প্রার্থী পেলে মহাজোটের অন্য দলকে আসন ছাড়বে আওয়ামী লীগ।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার ১৪ দলের যৌথ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাসিম।

১৪ দলের সমন্বয়ক বলেন, দেশের মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তি আজ ঐক্যবদ্ধ।এই শক্তি ঐক্যবদ্ধ থেকেই নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে আগুন দেয়ার নিন্দা জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে তারা। এসব ষড়যন্ত্র ধোপে টিকবে না।

সভায় ১৪ দলের শরিক দলগুলোর শীর্ষ নেতারা অংশ নেন।

প্রকাশ :নভেম্বর ১৭, ২০১৮ ২:২৯ অপরাহ্ণ