১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৮

সাকিবও নির্বাচনে আগ্রহী ছিল: পাপন

আওয়ামী লীগ মনোনয়ন ফরম ছাড়ার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই তারকা মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত সাকিব সিদ্ধান্ত পরিবর্তন করলেও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মাশরাফি। তবে সাকিবও নাকি নির্বাচনে অংশ নিতে আগ্রহী ছিলেন-এমনটাই বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

মাশরাফির মনোনয়নপত্র সংগ্রহ এবং আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের আলাপকালে তিনি একথা জানান।

নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিবও নির্বাচনে আগ্রহী ছিল। আমরা মনে করি আরও ৪-৫ বছর সে জাতীয় দলে খেলতে পারবে। তাই তাকে এবার নির্বাচন করতে না করা হয়েছে। অপরদিকে মাশরাফি হয়তো বিশ্বকাপের পরই অবসরে যাবে, ফলে রাজনীতির মাঠে সে বেশি সময় দিতে পারবে।’

প্রকাশ :নভেম্বর ১৭, ২০১৮ ১১:৪১ পূর্বাহ্ণ