১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৪

মওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা নিবেদন

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪২ তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার।

এ উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শনিবার ভোর থেকে টাঙ্গাইলের সন্তোষ এলাকায় তার সমাধিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৭টার দিকে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন মাজারে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন।

এরপর থেকে সমাধিতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়।

প্রকাশ :নভেম্বর ১৭, ২০১৮ ১০:৪৬ পূর্বাহ্ণ