২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৯

ফুলের বাগান হচ্ছে বনানীর সেই সড়কে

নিজস্ব প্রতিবেদক:

আউটসোর্সিং এর মাধ্যমে সড়ক ও জনপথ অধিদপ্তর বিমানবন্দর সড়কে সৌন্দর্য্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সৌন্দর্য্যবর্ধন কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির প্রায় সাড়ে পাঁচ লাখ গাছের চারা লাগানো হবে ওই সড়কে। সড়কের পাশে বনসাই লাগানো নিয়ে আলোচনা-সমালোচনা হলে মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নতুন করে বনসাই লাগানো বন্ধের নির্দেশ দেন। দেশীয় বিভিন্ন প্রজাতির ফুল ও শোভাবর্ধক গাছ লাগানোর মধ্যদিয়ে এ সড়কের দু’পাশ সবুজায়ন করা হবে। এছাড়া শোভাবর্ধনকাজে অংশীজনদের সু-বিবেচনাপ্রসূত মতামত গ্রহণের জন্য মাননীয় মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।

পাশাপাশি সওজ অধিদপ্তর পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির দেশীয় গাছ লাগানোর মধ্য দিয়ে ঢাকা মহানগরীর চারপাশের প্রবেশপথগুলোর সৌন্দর্য্যবর্ধনেরও উদ্যোগ নিয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আবু নাছের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বনানী-টঙ্গী-জয়দেবপুর মহাসড়কের বনানী রেল ক্রসিং হতে এয়ারপোর্ট মোড় পর্যন্ত মহাসড়কাংশটি এয়ারপোর্ট সড়ক নামে পরিচিত। নির্মাণকাল থেকেই এয়ারপোর্ট সড়কের সকল প্রকার উন্নয়ন, মেরামত, রক্ষণাবেক্ষণ এবং সৌন্দর্য্যবর্ধন করে আসছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। গুরুত্বপূর্ণ এ মহাসড়কাংশটি মানসম্মতভাবে রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামত করে যান চলাচলের সম্পূর্ণ উপযোগী রাখতে সওজ অধিদপ্তরের রয়েছে দক্ষ জনবল, যন্ত্রপাতি ও সক্ষমতা।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :জুন ৬, ২০১৭ ৩:২৬ অপরাহ্ণ