জিম্বাবুয়ে সিরিজ চলাকালীন সময়েই বাংলাদেশ চলে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। চার ভাগে ভাগ হয়ে বাংলাদেশ সফরে আসছে ক্যারিবীয়রা। তাদের প্রথম দলটা আসছে আজ বিকেলে। পরের দিন সকালে ও বিকেলে তিন দফায় আসবেন বাকি সদস্যরা। এক মাস দশ দিনের সফরে তারা বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি২০ খেলবেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, টেস্ট সহঅধিনায়ক ক্রেইগ ব্রাফেটের নেতৃত্বে আজ বিকেল ৪টায় ঢাকা নামবেন সাই হোপ, রোস্টন চেজ, শেন ডরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিকানসহ টেস্ট দলের ৯ সদস্য। তাদের সঙ্গে থাকবেন টিম ম্যানেজার রাউল লুইস। তারা সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম চলে যাবেন। কোচিং স্টাফসহ উইন্ডিজ দলের আরও ১৭ জন আগামীকাল তিন ভাগে ঢাকা আসবেন।
একই দিন তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই চট্টগ্রামে চলে যাবেন। ২২ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এর আগে ১৮ ও ১৯ নভেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। প্রথম টেস্ট শেষে ২৭ নভেম্বর ঢাকায় ফিরবে দুই দল। ৩০ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট।
এরপর ৬ ডিসেম্বর ফতুল্লার ওসমানী স্টেডিয়ামে পঞ্চাশ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ৯ ডিসেম্বর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। ১১ ডিসেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে। ১২ ডিসেম্বর দুই দল যাবে সিলেট। সেখানে সিরিজের শেষ ওয়ানডে ও একটি টি২০ খেলবে তারা। সিরিজের শেষ দুটি টি২০ খেলতে ঢাকায় ফিরবে দুই দল। শেরেবাংলা স্টেডিয়ামে ২০ ও ২২ ডিসেম্বর শেষ দুটি টি২০।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

