১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০১

নিহত মনিবের জন্য ৮৩ দিন ধরে অপেক্ষা কুকুরের!

সড়ক দুর্ঘটনায় নিহত মনিবের জন্য ৮৩ দিন ধরে রাস্তায় অপেক্ষা করছে একটি কুকুর! ঘটনাটি ঘটছে চীনের উত্তরে ইনার মঙ্গোলিয়ার হোহোট শহরে। গত ২১ আগস্ট ওই শহরের এক ব্যস্ত রাস্তায় গাড়ি দুর্ঘটনায় মারা যায় কুকুরটির মনিব। কিন্তু এরপর থেকে প্রতিদিন ওই রাস্তায় মনিবের জন্য অপেক্ষা করছে কুকুরটি। মনিবের জন্য কুকুরের অপেক্ষার একটি ভিডিও এখন চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে।

স্থানীয়রা জানিয়েছেন, কুকুরটির মালিক যেদিন রাস্তায় গাড়ি চাপায় মারা যায়, সেদিন মনিবের লাশের পাশে দাঁড়িয়ে ছিল কুকুরটি। সেই তখন থেকে সেই রাস্তায় মনিবের জন্য অপেক্ষা করে আছে কুকুরটি। মনিবের সঙ্গে অনেক বড় ভালো সম্পর্ক ছিল কুকুরটির। মনিবের প্রতি কুকুরের এমন আনুগত্যকে সবাই প্রশংসায় ভাসিয়েছেন।
এক ট্যাক্সিচালক জানান, স্থানীয়রা কুকুরটিকে সাহায্যের চেষ্টা করছে। তবে কেউ কাছে গেলেই দ্রুত সরে যাচ্ছে কুকুরটি।

প্রকাশ :নভেম্বর ১৪, ২০১৮ ১২:০৬ অপরাহ্ণ