আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্বঘোষিত হিরো ‘হিরো আলম’। তার প্রকৃত নাম আশরাফুল আলম সাঈদ।
সোমবার বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার ঝড় বইতে দেখা যায়। কেউ কেউ বলেন, ”জাতীয় সংসদের মান বলতে আর কিছুই রইল না।”
আবার কেউ বলেছেন, “এমন দিনও দেখতে হচ্ছে এখন। হিরো আলম সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করে।”
এদিকে হিরো আলমের মনোনয়ন ফরম সংগ্রহ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম ‘এই সময়’।
প্রতিবেদনে বলা হয়, “যার একটা ঘুঁষিতে দশ জন সঙ্গে এক সঙ্গে ঘায়েল হতে পারে, যার দিকে তাকিয়ে সুন্দরীরা দীর্ঘশ্বাস ফেলেন, সেই বগুড়ার হিরো আলম এবার বাংলাদেশের নির্বাচনে অংশ নিচ্ছেন।
গতকাল সোমবার বিকেলে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহম্মদ কাদেরের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে কেন্দ্রের মনোনয়ন নিয়েছেন তিনি।”
প্রতিবেদনে আরও বলা হয়,“মনোয়নপত্র সংগ্রহের পর হিরো আলম সাংবাদিকদের বলেন- আমি আগে থেকেই একটু বেশি সাহসী তা তো আপনারা জানেনই। আমার জীবনে ব্যর্থতা বলতে কিছু নেই। ইনশাআল্লাহ এখানেও আমি আশাবাদী।”