১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২০

বন্ধুদের চাপে শামুক খেয়ে করুণ পরিণতি যুবকের

পাঁচ জন বন্ধু এক জায়গায় হলে যেমন ‘ট্রুথ অ্যান্ড ডেয়ার’ খেলা হয়, এক্ষেত্রেও তেমন হয়েছিল। বন্ধুরা ডেয়ারে দেন একটি শামুক খেতে হবে। খেয়েও নেন তিনি। ফলশ্রুতি ছিল পক্ষাঘাত ও আংশিক ব্রেন ড্যামেজ।

খেলার ছলে জীবন বাজি রাখার আট বছর পরে মৃত্যু হলো অস্ট্রেলিয়ান রাগবি খেলোয়াড় স্যাম ব্যালার্ডের। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ২৮ বছর। ২০১০ সালে বন্ধুদের সঙ্গে খেলার ছলে খোলসবিহীন শামুক বা স্লাগ খেয়ে নেন তিনি। তবে শামুক নয়, তার গায়ে জড়িয়ে থাকা একটি পরজীবি, র‌্যাট লাংওয়ার্মের বিষক্রিয়াতেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

মূলত ইঁদুরের বিষ্ঠায় জন্ম নেয় এই পরজীবী। ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন স্যাম। সংক্রমণের দরুণ ৪২০ দিন কোমায় কাটান। অবশেষে সিডনির এক হাসপাতালে মৃত্যু হয় এই রাগবি খেলোয়াড়ের।

প্রকাশ :নভেম্বর ১৩, ২০১৮ ৯:৫৫ পূর্বাহ্ণ