২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:০২

মোশাররফের প্রযোজনায় দীর্ঘ ধারাবাহিক।

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনয়ের পাশাপাশি মাঝেমধ্যে প্রযোজনা করেন। এর আগে একক নাটক ও স্বল্প পর্বের ধারাবাহিক নাটক প্রযোজনা করলেও এবার দীর্ঘ ধারাবাহিক প্রযোজনা শুরু করেছেন। এম প্রোডাকশনের ব্যানারে সম্প্রতি গাজীপুরের পুবাইলে নির্মিত হলো ধারাবাহিক নাটক চাটাম ঘর। নাটকটি রচনা করেছেন মুহাম্মদ মামুন-অর-রশীদ। পরিচালনা করেছেন শামীম জামান। নাটকে প্রযোজক ও পরিচালক দুজনই অভিনয় করেছেন। সঙ্গে আছেন মামুনুর রশীদ, রোবেনা রেজা, আ খ ম হাসান, নাদিয়া, নাবিলা, তারেক স্বপনসহ অনেকেই।

পরিচালক শামীম জামান বললেন, ‘বিভিন্ন চ্যানেলে যে ধরনের ধারাবাহিক নাটক দেখি, সে রকম নয়। চাটাম ঘর নাটকের প্রতিটি পর্ব ৪০ মিনিটের। নির্মাণের ব্যাপারেও নেওয়া হয়েছে বিশেষ যত্ন।’

পরিচালক জানালেন, গ্রামে চাটাম ঘর হলো অনেকটা কাচারি ঘরের মতো। যেখানে তরুণেরা অলস সময় কাটান, গল্প করেন, আড্ডা মারেন। এ ঘটনাগুলো নিয়েই নাটকটির গল্প।

নাটকটি প্রযোজনা প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘গল্পটি বেশ মজার। আর মাঝেমধ্যেই ভালো গল্প পেলে প্রযোজনা করি। এটাও ওই কারণে করা।’

এ মাসেই নাটকটি প্রচার শুরু হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে। চ্যানেলটির প্রোগ্রাম ইনচার্জ তারেক আখন্দ বললেন, ‘আমরা অনেক দিন ধরে পরিকল্পনা করে, সবাই মিলে বসে নাটকের গল্পটি বাছাই করেছি। আমরা চরিত্রগুলো নিয়ে ভেবেছি এবং কত দূর এগোব, সেসব নিয়ে কথা বলেছি। সব মিলিয়ে দর্শকেরা বেশ পছন্দ করবেন বলেই আমরা মনে করছি।’

তারেক আখন্দ জানালেন, সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫ মিনিটে দেখা যাবে নাটকটি। শুরুতে ১৩ পর্বের শুটিং হলেও নাটকটি শতাধিক পর্বের হবে বলে মনে করছেন তিনি।

প্রকাশ :নভেম্বর ১২, ২০১৮ ১০:০০ পূর্বাহ্ণ