১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে সাফ ফুটবল বিজয়ীদের সাক্ষাৎ আজ

নেপালে অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের কিশোরদের দল। তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ আজ সন্ধ্যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে সাফ ফুটবল জয়ী অনূর্ধ্ব-১৫ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ডেকেছেন। মেয়েদের ফুটবল দল অনেকবারই তাঁর সান্নিধ্য পেয়েছে। এবার তিনি ডেকেছেন নেপালে সাফ ফুটবলে অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়ন কিশোর দলকে।

গত ১ নভেম্বর সাফ ফুটবলে অনূর্ধ্ব-১৫ দল ফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে ৩-২ গোল হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ।

এর আগে ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। মালদ্বীপ ও নেপালকে হারিয়ে গ্রুপ পর্ব পেরিয়েছিল তারা।

প্রকাশ :নভেম্বর ৮, ২০১৮ ১১:২৪ পূর্বাহ্ণ