পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার চীন সফরে পৌঁছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। এ সময় পাকিস্তানের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে চীন।
ইমরান খান চার দিনের সরকারি সফরে চীনে রয়েছেন। চীনের গ্রেট হলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে ইমরান খান পাকিস্তানের অর্থনৈতিক অবস্থাকে খুবই জটিল বলে মন্তব্য করেন।
চীনের প্রেসিডেন্টকে ইমরান খান দেশটির অর্থনৈতিক সমস্যার কথা জানিয়েছেন। জবাবে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন ও পাকিস্তান সর্বাবস্থায় বন্ধু ছিল। পাকিস্তানকে সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। তবে গণমাধ্যমের সামনে কোনো আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন নি শি। অবশ্য দু দেশের কৌশলগত সম্পর্ক আরো ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে উভয় নেতার বক্তব্যেই।