১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০২

আজ সুপারস্টার শাহরুখের জন্মদিন

বলিউড কিং, কিং খান বা বলিউড বাদশা। রোম্যান্স কিং। পথ চলতে কেউ রাজ বলে ডাকে তো কেউ রাহুল…আবার কেউ কবির খান হিসেবেই ভাবতে ভালোবাসেন। তিনি শাহরুখ খান। আজ তাঁর ৫৩তম জন্মদিন।

এক সাক্ষাৎকারে শাহরুখ বলছেন, তিনি কখনও ভাবেননি যে অভিনেতা হবেন। হওয়ার তো ইচ্ছে ছিল খেলোয়াড়। হকি, ক্রিকেট, ফুটবল…ইচ্ছে একটাই… দেশের হয়ে খেলবেন। কিন্তু, হলো কি তা? এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন যে, ছোটোবেলায় কোমরে চোট লেগেছিল। তাই খেলা ছাড়তে হয়। কিন্তু, খেলা ছেড়েছিলেন বলেই হয়ত তিনি আজ শাহরুখ খান হয়েছেন। তবে খেলার প্রতি ভালোবাসা আজও আছে। তাই তো আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স দলটি কিনেছেন তিনি। আর আজও দলের-এর প্রত্যেক ম্যাচে থাকার চেষ্টা করেন।

অবশ্য একেবারে খেলা ছেড়ে দিয়েছেন বললে ভুল হবে। ২৭ বছর ধরে খেলছেন তিনি। না কোনও স্পোর্টস নয়, তিনি খেলেছেন নিজের ছবি নিয়ে। আবার রোম্যান্টিক হোক বা অন্য ধরনের ছবি…শাহরুখ মানেই হিট। এমন একটা ধারণাও তৈরি করেছেন। রাজ, রাহুলের মতো চরিত্র, নিজের সিগনেচার স্টেপকে আন্তর্জাতিকস্তরে পৌঁছে দিয়েছেন।

আরিয়ান, সুহানা ও আব্রামকে নিয়েও পজ়েজিভ তিনি। এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন যে কেউ যদি সুহানার সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে তিনি ওই ব্যক্তিকে খুনও করতে পারেন। আবার একসময় শাহরুখ এও বলেছিলেন যে তিনি চান না তাঁর সন্তানরা সিনেমায় আসুক।

কাজের বাইরে সন্তানদের সঙ্গে সময় কাটাতেই বেশি পছন্দ করেন তিনি। শাহরুখ এক সাক্ষাৎকারে বলেছিলেন, যখন আমার খেলতে ইচ্ছে করে তখন আমি আব্রামের সঙ্গে খেলতে শুরু করি। যখন মেয়েদের অনুষ্ঠান দেখতে ইচ্ছে করে বা মেয়েদের মেকআপ সংক্রান্তে বা মেয়ে সংক্রান্ত কিছু জানতে হলে সুহানার সঙ্গে সময় কাটাই। আর যখন বদমাশি, খুনসুঁটি করতে হলে আরিয়ানের কাছে সঙ্গে যাই।

কিন্তু, ৫৩-এ এসে এখনও নিজের রোম্যান্স কিং-এর ইমেজটা ধরে রেখেছেন শাহরুখ। কাজল, রানি, জুহি হোক বা এই প্রজন্মের অভিনেত্রী দীপিকা, আনুশকা।

প্রকাশ :নভেম্বর ২, ২০১৮ ১১:২৩ পূর্বাহ্ণ