২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:০৪

আগেভাগেই অনুশীলনে ফিরলেন মেসি

প্রত্যাশিত সময়ের আগেই অনুশীলনে ফিরতে পেরেছেন লিওনেল মেসি। বুধবার বার্সেলোনার ট্রেনিং গ্রাউন্ড জোয়ান গ্যাম্পারে কাতালান ক্লাবটির সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।

লিওনেল মেসি ইনজুরিতে পড়েন গেল ২০ আগস্ট। ডান হাতের হাড়ে চিড় নিয়ে ১৪ মিনিটের মাথায় সেভিয়ার বিপক্ষে মাঠ ছাড়েন তিনি। তখন ডাক্তারি পরীক্ষার পর বলা হয়েছিল, রেডিয়াল হাড়ের চিড় সারতে কমপক্ষে তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে মেসিকে।

ইনজুরিতে থাকা কালে এখন অবধি দু’টি ম্যাচ মিস করেছেন মেসি। এরমধ্যে একটি চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচ। আরেকটি গেল রবিবারের এল ক্লাসিকো। যদিও, তাতে খুব একটা সমস্যা হয়নি বার্সেলোনার। দু’টো ম্যাচ থেকেই জয় ছিনিয়ে এনেছেন মেসির সতীর্থরা।

ইনজুরিতে যাওয়ার আগে এই মৌসুমে ১২টি ম্যাচে ১২টি গোল করেছেন মেসি। সঙ্গে আছে ছয়টি অ্যাসিস্ট। তবুও মেসিকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ কোচ আর্নেস্তো ভালভার্দে। আগামী শনিবার রায়ো ভ্যালেকানোর বিপক্ষে ম্যাচের আগে মেসির ফিটনেস টেস্ট করা হবে।

সেই ফিটনেস টেস্টে পাস করতে পারলেই কেবল ম্যাচটা খেলতে পারবেন। সেটা না হলে আগামী মঙ্গলবার অবধি অপেক্ষা করতে হবে মেসিকে। মঙ্গলবার সানসিরোতে ইন্টার মিলানের মোকাবিলা করার কথা বার্সেলোনার।

প্রকাশ :নভেম্বর ২, ২০১৮ ১০:০৫ পূর্বাহ্ণ