ময়মনসিংহকে বিভাগ ঘোষণা এবং ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার আনন্দে উচ্ছ্বসিত ময়মনসিংহবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করার অপেক্ষায় প্রহর গুনছেন। প্রধানমন্ত্রী আজ শুক্রবার দুপুরে আসছেন ময়মনসিংহে। তিনি দুপুর ৩টায় স্থানীয় সার্কিট হাউস মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এ ছাড়া ১০৩টি প্রকল্পের উদ্বোধন এবং ৯২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শহর ও জেলাজুড়ে এখন সাজসাজ রব। বিভিন্ন সড়কে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন তোরণ। টানানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। জনসভা সফল করার জন্য দলীয়ভাবে চলছে প্রস্তুতি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা সফল করার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীরা এখন প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষা করছেন।’
মাত্র কয়েক দিন আগে ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করা হয়েছে। তাই প্রধানমন্ত্রীর জনসভাস্থল এবং চলাচলের পথগুলো দৃষ্টিনন্দন করে সাজানো হচ্ছে। প্রধানমন্ত্রী ময়মনসিংহ বিভাগের যেসব প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সে সবের মধ্যে আছে বিভাগীয় সার্কিট হাউস, ডিআইজির কার্যালয়, ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, নেত্রকোনা স্টেডিয়াম, ব্রহ্মপূত্র নদের ওপর সেতু, বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন ইত্যাদি।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জেলা ও মহানগর আওয়ামী লীগ গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল। সভাপতিত্ব করেন জেলা সভাপতি অ্যাডভোকেট জহুরুল হক খোকা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দিন সিরাজ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, সিটি করপোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু।