১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২২

বিএনপি একটা নেতাহীন দল: তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি একটা নেতাহীন দল। বিএনপি ২০১৩ সালে হত্যা, খুন, অগ্নিসংযোগ করেছিল। নির্বাচন বানচাল করার জন্য ২০১৪ সালে পেট্রোলবোমা নিক্ষেপ করেছিল ও মায়ের কোল খালি করেছে। শুধু তাই নয় ৫০০ ভোট কেন্দ্র পুড়িয়ে দিয়েছিল। ২২ জন পুলিশ সদস্যকে হত্যা করেছিল। তারপরও তারা সফল হয়নি। আবারো ২০১৫ সালে হরতাল, অবরোধ করেছিল সফল হয়নি। আগামীতেও বিএনপি সফল হবে না।

মঙ্গলবার দুপুরে পূর্ব মাদারীপুর কলেজ মাঠে পূর্ব মাদারীপুর কলেজ সরকারিকরণ উপলক্ষে সুধী সমাবেশে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতির কারণে দলের প্রধান খালেদা জিয়া জেলে, তারেক জিয়ার যাবজ্জীবন হয়েছে। তাদের সাথে যোগ দিয়েছেন ডা. কামাল। ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসবে আওয়ামী লীগ। তবে শেখ হাসিনার নেতৃত্বে সংবিধান মোতাবেকই নির্বাচন হবে।

তিনি বলেন, ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। আর ২০৪১ সালে মধ্যে দেশ হবে উন্নয়নশীল দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কাজ করে চলেছি।

তিনি আরও বলেন, পদ্মা সেতু করতে বিশ্ব ব্যাংক টাকা দিবে না। প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হবে। শেখ হাসিনার নেতৃত্বেই সেই পদ্মা সেতু ৬০ শতাংশ দৃশ্যমান হয়েছে।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। জেলা প্রশাসক কাজী আবু তাহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শরীয়তপুর পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা খালেদুর রহমান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, ডামুড্যা পৌরসভার মেয়র হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, সাবেক মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, পূর্ব মাদারীপুর কলেজের অধ্যক্ষ জহিরুল্লাহ, উপজেলা যুবলীগের সভাপতি বিএম সাত্তার, সাধারণ সম্পাদক শফিকুর রহমান শামিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক কামরুজ্জামন মন্টি মাঝি প্রমুখ।

প্রকাশ :অক্টোবর ৩০, ২০১৮ ৫:৩৪ অপরাহ্ণ