১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৪

নভেম্বরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু: পররাষ্ট্র সচিব

নভেম্বরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। তিনি বলেন, কক্সবাজারে থাকা রোহিঙ্গাদের নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রত্যাবাসন করা হবে বলে আশা করছি।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠকে বাংলাদেশের ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। আর মিয়ানমারের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে।

পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, প্রত্যাবাসন একটি জটিল প্রক্রিয়া। কিন্তু রাজনৈতিক সদিচ্ছা থাকলে প্রত্যাবাসন করা সম্ভব। নভেম্বরের মাঝামাঝি প্রত্যাবাসন শুরু হলে সেটি হবে প্রথম গ্রুপ।

প্রকাশ :অক্টোবর ৩০, ২০১৮ ৩:৫২ অপরাহ্ণ