১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৪

শাহজালালে ১০ কেজি স্বর্ণ আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১০ কেজি স্বর্ণ আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে এসব স্বর্ণ আটক করা হয়। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা।

ঢাকা কাস্টমস হাউজের ডিসি অথেলো চৌধুরী সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ডিএইচএল কুরিয়ারের মাধ্যমে এসব স্বর্ণ আসে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে এমপ্রি প্লেয়ার ঘোষণায় নিয়ে আসা একটি কার্টন থেকে স্বর্ণগুলো আটক করা হয়।

ডিসি অথেলো চৌধুরী আরও বলেন, পণ্যের চালান আসে কামরুল ইসলাম নামে। যার বাসার ঠিকানা দেওয়া আছে ২৭ সেক্টর, রোড ১৪, উত্তরা, ঢাকা। ওই ঠিকানায় অভিযান চালিয়ে জানা গেছে, একটি চক্র ভুয়া ঠিকানা ব্যবহার করেছে।

প্রকাশ :অক্টোবর ৩০, ২০১৮ ৩:১৮ অপরাহ্ণ