১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৩

ছেলের মা হলেন সানিয়া মির্জা

খেলোয়াড় তারকা তারকা দম্পতি শোয়েব মালিক আর সানিয়া মির্জার ঘরে এসেছে নতুন অতিথি। ছেলে সন্তানের বাবা-মা হয়েছেন তারা।

মঙ্গলবার সকালে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব এক টুইটার বার্তায় নিজেই একথা জানিয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।

সন্তান ও তার মা টেনিস তারকা সানিয়া ভালো আছেন জানিয়ে শোয়েব লিখেছেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি; ছেলে হয়েছে। শুভ কামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ।

সানিয়ার মা হওয়ার খবর শোনার পরই অভিনন্দনে ভেসে যান সানিয়া-শোয়েব। অভিনন্দন জানিয়ে বলিউড পরিচালক ফারহা খান বলেন, ‘অবশেষে সেই সুদিন এসেছে। অভিনন্দন সানিয়া আর মালিক। ছোট্ট দেবদূত এসেছে তোমাদের কাছে।’

নানা বিতর্কের পর ২০১০ সালের এপ্রিলে ঘরোয়া একটি অনুষ্ঠানে গাঁটছড়া বেঁধেছিলেন সানিয়া ও শোয়েব।

চলতি বছরের এপ্রিলে সানিয়ার মা হওয়ার খবর শেয়ার করেছিলেন শোয়েব। সানিয়া বলেছিলেন, তাদের সন্তানের পদবীতে মা ও বাবা দুইজনের পদবীই থাকবে। সন্তানকে শোয়েবও এদিন টুইটারে বেবি মির্জা মালিক বলেই ডেকেছেন।

প্রকাশ :অক্টোবর ৩০, ২০১৮ ১২:২৪ অপরাহ্ণ