১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৩

১৮৯ আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া লায়ন এয়ারের সেই বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড্ডয়নের ১৩ মিনিট সমুদ্রে বিধ্বস্ত হওয়া লায়ন এয়ার বোয়িং ৭৩৭ নামের যাত্রীবাহী বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে লাইফ ভেস্ট ও সেলফোনও রয়েছে। সমুদ্রের পানি থেকে সেগুলো উদ্ধারের পর পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।

বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে ১৮৯ আরোহী ছিল যার মধ্যে ১৮১ জন ছিল যাত্রী, ছয় ক্রু সদস্য, দুই জন পাইলট।বিমানের কেউ বেঁচে আছে কী না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযানে নৌকা, হেলিকপ্টার ও ১৩০ উদ্ধারকর্মী অংশ নিয়েছেন।

ফ্লাইট জেটি-৬১০ স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে জাকার্তা থেকে পাংকল পিনংয়ের উদ্দেশে যাত্রা করে। উড্ডয়নের ১৩ মিনিট পরপরই নিয়ন্ত্রণ কক্ষ এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড্ডয়নের এক ঘণ্টা পর বিমানটির সেখানে অবতরণের কথা ছিল। সূত্র: সিএনএন

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৮ ১২:১৬ অপরাহ্ণ