১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৬

শুধু পেপসি পান করে বেঁচে আছেন এই নারী

সকালে এক কাপ চা বা কফিতে চুমুক না দিলে ঘুমেই ভাঙে না অনেকের।

তবে যুক্তরাজ্যের সারের বাসিন্দা জ্যাকি পেজ, যার ঘুম ভাঙাতে চা-কফি নয়, প্রয়োজন পড়ে ঠাণ্ডা এক ক্যান পেপসি।

আরও বিস্ময়ের কথা হল- ১৯৫৪ সাল থেকে তিনি পানীয় হিসেবে শুধু পেপসি খেয়েই বেঁচে আছেন। এমনটিই দাবি করছেন ৭৭ বছর বয়সী এ বৃদ্ধা। সূত্র: ডেইলি মেইল।

তিনি আরও জানাচ্ছেন, গত এক দশক ধরে পানিও পান করেন না তিনি। গত ৬০ বছর ধরে পেপসি পান করে চলছে তার জীবন। মোটেই অসুবিধা হচ্ছে না তার।

তিনি জানান, তখন আমার বয়স ১৩ ছিল। পেপসিতে প্রথম চুমুক দিয়েই আমি বুঝে গিয়েছিলাম এটি আমার জন্য চমৎকার।

ডেইলি মেইল জানিয়েছে, সকালে ঘুম থেকে উঠে পেপসির ক্যান হাতে নিয়ে বসেন এ নারী। দিনে চার ক্যান পেপসি হজম করেন তিনি।

হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৯৩ হাজার ৪৪০ ক্যান পেপসি পান করেছেন জ্যাকি। অর্থাৎ তিন হাজার কেজি শর্করা তার শরীরে গেছে শুধু পেপসি থেকেই।

অবাক করার মতো বিষয় হচ্ছে- প্রতিদিন পেপসি খাওয়ার পরও তার ওজন তেমন বাড়েনি। আর বাকি সবার মতোই সুস্থ আছেন জ্যাকি।

চা, কফি বা অ্যালকোহলে মোটেই নেশা নেই জ্যাকির। হ্যান্ডব্যাগে সবসময় পেপসি রাখেন তিনি।

সন্তান হওয়ার সময়ও হাসপাতালে পেপসি নিয়ে গিয়েছিলেন বলে জানান জ্যাকি।

এখনও নিয়মিত পেপসি পান করে যাচ্ছেন এ বিস্ময়কর পেপসিভক্ত।

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৮ ১২:০০ অপরাহ্ণ