বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চলবে কিনা, সে বিষয়ে তার আবেদন আজ সোমবার সকালে খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ। ফলে আজ বিচারিক আদালতে এ মামলায় রায় হতে বাধা নেই।
আদেশের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, যেহেতু খালেদা জিয়ার আবেদনটি আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন তাই নিম্ন আদালতে এ মামলার রায় হতে আইনগত আর কোনো বাধা রইল না।
তিনি বলেন, বিচারিক আদালতে এ মামলার রায়ে খালেদা জিয়াসহ অন্য আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা করছি।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুদক। মামলার চার আসামির মধ্যে খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী পলাতক। হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আছেন কারাগারে।