১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৪

রোনালদোর জোড়া গোল, পিছিয়ে পড়েও জুভেন্টাসের জয়

সিরি ‘আ’তে জয়ে ফিরেছে জুভেন্টাস। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে পিছিয়ে পড়েও এম্পোলিকে ২-১ গোলে হারিয়েছে মাসিমিলিয়ানো আলেগ্রির দল।

শনিবার প্রতিপক্ষের মাঠে শুরুটা মোটেও ভালো হয়নি জুভেন্টাসের। ম্যাচের ২৮ মিনিটে পিছিয়ে পড়ে তারা। ১৬ গজ দূর থেকে গোল করে এম্পোলিকে লিড এনে দেন ফ্র্যান্সিস্কো কাপুতো। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জুভেন্টাস। ৫৪ মিনিটে জুভেন্টাস অধিনায়ক পাওলো দিবালাকে বক্সের ভেতর ফাউল করেন ইসমাঈল বেনাসের। পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান রোনালদো।

পরে ৭০ মিনিটে ২৫ গজ দূর থেকে দারুণ এক গোলে জুভেন্টাসকে এগিয়েও দেন রোনালদো।

সিরি ‘আ’র শেষ সাত মৌসুমের চ্যাম্পিয়ন জুভেন্টাস ১০ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

প্রকাশ :অক্টোবর ২৮, ২০১৮ ১০:০১ পূর্বাহ্ণ